Powered By Blogger

বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

Benefits of online Homeopathic Treatment/অনলাইনে হোমিওপ্যাথিক চিকিৎসার সুবিধাসমূহ

 অনলাইনে হোমিও চিকিৎসার সুবিধাসমূহ

ক) সময় বাচায়:
চিকিৎসকের নিকট যাওয়া আসার জন্য রাস্তায় প্রচুর সময় ব্যয় হয়, রাস্তায় জ্যাম থাকলে তো কথাই নেই। এছাড়া চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে। চিকিৎসকের কাছে যাওয়ার জন্য আলাদা প্রস্তুতিও নেয়া লাগে। ব্যস্ত চিকিৎসকের কাছে পূর্ব থেকে সিরিয়াল দেয়া লাগে।
অনলাইনে চিকিৎসার জন্য যে কোন অবসর সময়ে ঘরে বসে নিরিবিলি পরিবেশে আপনার রোগের বিস্তারিত বিবরণ দিয়ে চিকিৎসা সেবা পেতে পারেন।
খ) নিরাপত্তাঃ
পথে ঘাটে চলতে এখন নানা ঝুকির মধ্যে থাকতে হয়। গাড়ীতে নানা হয়রানী, ছিনতাইকারী, দূর্ঘটনার ভয় থাকে।
অনলাইনে ঘরে বসে আপনি নিরাপদে চিকিৎসা নিতে পারেন।
আপনার সমস্যার কথা আপনি নিরাপদ পরিবেশে থেকে অনলাইন চ্যাটিং বা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসককে জানাতে পারেন।
গ) গোপনীয়তাঃ
অনলাইনে আপনার যাবতীয় গোপন রোগ সম্পর্কে চিকিৎসককে নিঃসংকোচে জানাতে পারেন। আপনার সকল তথ্য সুরক্ষিত থাকবে। কারও সহায়তায় চিকিৎসকের কাছে গেলে তিনি আপনার গোপন কথা জানতে পারেন। কিন্তু অনলাইনে সব কিছূ গোপন রাখতে পারবেন।
ঘ) আর্থিক দিক দিয়ে সাশ্রয়ীঃ
অনলাইনে চিকিৎসার জন্য আপনার কোন রিক্সা বা গাড়ী ভাড়ার প্রয়োজন হবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চিকিৎসকের কাছে যাওয়া লাগবে না। তাই আর্থিক দিক দিয়ে অনলাইন চিকিৎসা অনেক সাশ্রয়ী।
ঙ) সামাজিক দূরত্ব বজায়ঃ
কোভিডের কারণে অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। অনলাইন চিকিৎসার ক্ষেত্রে এসব বিড়ম্বনা একেবারেই নেই।
চ) চিকিৎসার পূর্ণতাঃ
যারা হোমিও চিকিৎসা সম্পর্কে অবহিত তারা নিশ্চই এটাও জানেন যে, পূর্নাঙ্গ কেস টেকিং ছাড়া সঠিক ঔষধ নির্বাচন সম্ভব নয়। ক্রণিক/পুরাতন রোগের ক্ষেত্রে ৫-১০ মিনিটে পূর্নাঙ্গ কেস টেকিং নেয়া সম্ভব নয়। ক্ষেত্র বিশেষে ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। সরাসরি চিকিৎসকের চেম্বারে বসে এত দীর্ঘ সময় ধরে কেস টেকিং রোগী ও চিকিৎসক উভয়ের জন্য বিরক্তিকর।
অনলাইনে বিশেষ ফর্ম ব্যবহার করে আমরা রোগীর কাছ থেকে নিম্নোক্ত তথ্য সংগ্রহ করিঃ
১. ব্যক্তিগত তথ্য
২. রোগীর প্রধান সমস্যার বিস্তারিত বিবরণ
৩. রোগ আক্রমণ ও উপশমের সময়কাল
৪. রোগের সম্ভাব্য কারণ
৫. রোগের উপর আবহাওয়া ও ঋতুর প্রভাব
৬. রোগের উপর তাপমাত্রা, অবস্থান, গতিবিধি, বাহ্যিক শক্তির প্রভাব
৭. খাদ্যে হ্রাস-বৃদ্ধি, খাদ্যে ইচ্ছা-অনিচ্ছা
৮. নিদ্রার প্রকৃতি, ক্ষুধার প্রকৃতি
৯. মানসিক অবস্থা
১০. পিপাসার প্রকৃতি, ঘামের প্রকৃতি
১১. মলের প্রকৃতি, প্রস্রাবের প্রকৃতি
১২. জিহবার প্রকৃতি
১৩. স্বপ্নের প্রকৃতি
১৪. পুংজননযন্ত্রের অবস্থা
১৫. স্ত্রীজননযন্ত্রের অবস্থা
১৬. নারীদের ঋতুস্রাবের বৈশিষ্ট্য
১৭. বর্তমান রোগের ইতিহাস
১৮. পূর্ববর্তি রোগ ও বংশগত রোগের ইতিহাস
১৯. শরীরের বিভিন্ন অঙ্গের কোন সমস্যা থাকলে তা
২০. রোগীর বর্তমান সময়ের ছবি
এতগুলো তথ্য নিয়ে কম্পিউটারের সফটওয়ার ব্যবহার করে রোগীর জন্য একটা উপযুক্ত ঔষধ বাছাই করা হয়।
যেসব ক্ষেত্রে রোগীর সাথে সরাসরি ভিডিও কলের প্রয়োজন হয় সেখানে তা করা হয়। কাজেই অনলাইনে সঠিক তথ্য নিয়ে সঠিক ঔষধ বাছাই করা সহজ।
এসব কারণে আগামী দিনগুলিতে অনলাইনে চিকিৎসা সেবা বেশ জনপ্রিয় হবে বলে আমাদের বিশ্বাস।
লেখক-
মোঃ মোকলেছুর রহমান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ ও
হোমিও প্রাকটিশনার (ডিএইচএমএস, ঢাকা)।


আপনি অনলাইনে হোমিও চিকিৎসা নিতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে রেজিষ্ট্রেশন করুনঃ